আসসালামু আলাইকুম,
কেমন আছেন? আমি লাবনি, ইংল্যান্ডের উইল্টশায়ারের একটি ছোট্র শহরে বসবাস করছি। জিবনে কখনো চিন্তা করিনি যে ইউটিউবে কিছু করব বা আমার কোন অভিজ্ঞতাও ছিল না। তবে আমার স্বামীর অনেক ইচ্ছা ছিল কিছু একটি করার। তাই তার উৎসাহে আমি তারি ইউটিউবের একটি চ্যানেল নিয়ে লাবনী কিচেন কুকিং ও গারডেনিং এর শুরু।

কুকিং আর গারডেনিং আমার জীবন। আর আমার জিবনেরই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আশা করি আপনার ভাল লাগবে। আর আপনি অবশ্যই আমার সাথে থাকবেন।